আওয়ার টাইমস নিউজ।
এবারের কাতার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। শিরোপার দাবিদার লিওনেল মেসিদের ২-১ গোলে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিল সৌদি আরব। এরপর ইরান শেষ ৫ মিনিটে ঝড় তুলে গেরেথ বেলের ওয়েলসকে হারিয়ে চমক দেখায়।
কিন্তু আজকের অঘটনটি অবিশ্বাস্য বলা যায়,কারণ বেলজিয়াম ফুটবল বিশ্বের প্রথম সারির দল। তাদের ফিফা রেংকিং ১ থেকে ৩ এর মধ্যে সব সময়ই থাকে, এছাড়াও বেলজিয়াম ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। ওই আসরে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। সেই বেলজিদের ২-০ গোলে বিধ্বস্ত করে বাকরুদ্ধ করে আফ্রিকান দেশ মরক্কো। তাই বলা যায় এই বিশ্বকাপে সৌদি আরবের পর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো।