ক্রীড়া প্রতিবেদক।
বাংলাদেশ ফুটবল দলের জন্য মহা দুঃসংবাদ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এতে আসলেই আমাদের বলার কিছু নেই, কারণ এখন পরিস্থিতিটাই এমন, যে কোন সময় যে কেউ করোনা আক্রান্ত হতে পারে হতে।
জেমি ডের করোনা আক্রান্ত হওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমারা তার দ্রুত সুস্থ্যতার জন্য সকল প্রকার ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করেছি। ’
শুক্রবার নেপাল দলকে ২-০ গোলে হারানোর পর
শনিবারই জাতীয় দলের সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেদিন রাতেই জেমির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
আগামী ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের দলের সাথে থাকতে পারবে না জেমি ডে।