ঘাতক করোনা থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরলেন আকরাম খান!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন আগেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আকরাম খান।

জানা গিয়েছে, গত রবিবার রাতে তিনি করোনা পরীক্ষা করালে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে গত ৯ই এপ্রিল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের এই সাবেক লিজেন্ড।

কারোনা নেগেটিভের বিষয়ে আকরাম খান বলেন,
সব রিপোর্ট ভালো এসেছে আল্লাহর রহমতে। করোনা নেগেটিভ এসেছে। সব স্বাভাবিক আছে এখন। আমার জন্য সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, প্রথমদিকে আকরাম খানের তেমন কোন সিমটোম না থাকলেও পরবর্তীতে তার কাশি বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে