ছেলে জয় ও মেয়ে পুতুলকে নিয়ে পদ্মা সেতু উপভোগ করলেন প্রধানমন্ত্রী!

0

আওয়ার টাইমস নিউজ।

বাংলার কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঠিক ৯ দিনপরই পারিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে গিয়ে কিছু ভালো সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন মেয়ে পুতুল ও ছেলে জয়।

আজ সোমবার (০৪ জুলাই) সকাল আটটার দিকে গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে কিছুক্ষণ অবস্থান করে সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এসে পৌঁছান। এরপর সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদরে গিয়ে পৌছান।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে