নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া টি-টেন লিগে পুনে ডেভিলসকে নেতৃত্ব দিবেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা একসময়কার ফিনিশার খ্যাত ব্যাটসম্যান ম্যান নাসির হোসেন।
পুনে ডেভিলস দলটির ম্যানেজমেন্ট তাদের নিজেদের ভেরিফাইড ফেসবুক ও টুইটারে নাসিরকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই দলটির হয়ে এবারের টি-টেন লিগে খেলবেন সম্প্রতি অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানের তারকা পেস বোলার মোহাম্মদ আমির এবং বর্তমান টি-টোয়েন্টি রেংকিংয়ে শীর্ষ থাকা ব্যাটসম্যান ইংলিশ তারকা ডেভিড মালান। একই দলে আছেন বাংলাদেশ ঘরোয়া লিগের পরিচিত ক্রিকেটার মনির খান।