Our Times News
শুরুতেই বেশ ফুরফুরে মেজাজে খেলছিলেন ইন্টার। কাউন্টার এটাক ঠেকাতে গিয়ে ডি বক্সের মধ্যে লুকাকু কে ফাউল করেন সেভিয়া ডিফেন্ডার কার্লোস।
পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ তে নিয়ে যায় রোমেলু লুকাকু। ডি ইয়ংয়ের গোলে ১২ মিনিটেই সমতায় ফেরে সেভিয়া। ৩৩ মিনিটে আবারো গোল করেন ডি ইয়ং এবার সেভিয়া ২-১ এ এগিয়ে যায়।
জোড়া গোল পূর্ণ করেন ডি ইয়ং,
তবে ডি ইয়ংয়ের জোড়া গোল তখনও দলের জন্য নিরাপদ ছিল না। ঠিক দুই মিনিট পর আবারো গোলের দেখা পায় ইন্টার মিলান। এবার গোল করেন গডিন।
২-২ গোল করে সমতায় ফিরে উভয় দল বিরতিতে যায়।
বিরতির পর বেশ ক্ষানিক্ষন সময় খেলার পরও গোলের দেখা পাচ্ছিলো না দুই দল। ৭৪ মিনিটে দিয়েগো কার্লোসের বাইসাইকেল কিক ঠেকাতে গিয়ে পা লাগিয়ে বল পোস্টে প্রবেশ করান লুকাকু।
অবশেষে ৩-২ গোলে জয় পেয়ে মাঠ ছাড়েন
শিরোপাধারী দল সেভিয়া।