নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলেই উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দল। প্রথম টেস্ট ম্যাচে দিতাম ম্যাচ হারার পর দ্বিতীয় টেস্টে রানে চাপা পড়ে গিয়েছে বাংলাদেশ।
উইন্ডিজের চার শতাধিক রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান যেখানে বাংলাদেশ ক্রিকেট হারিয়েছে ৪টি।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। দুই ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। এরপর মাত্র ৬ বলে ২ রানের ব্যবধানে উইকেট হারান মুমিনুল-তামিম।
পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুনের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও ৩০৪ রানে পিছিয়ে টাইগাররা। ২৭ ও ৬ রানে ব্যাটিংয়ে আছেন মুশফিক-মিঠুন।
তবে ইতোমধ্যেই দেখা দিয়েছে ফলো অনের শংকা। ব্যাটসম্যানরা যেভাবে উইকেট ছুড়ে দিয়ে আসছে তাতে বাকি উইকেটগুলো নিয়ে দল কতদূর যাবে সেটাই এখন দেখার বিষয়।