দারুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বোম বোম তামিম!

0

আওয়ার টাইমস্ নিউজ।
সারা বিশ্বের ওপেনারদের মধ্যে শুরুর দিকেই রাখা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। বাংলাদেশি ওপেনারদের ভিতরে সবচেয়ে সফল ওপেনারও তিনি। বর্তমান দারুন ছন্দে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

শ্রীলংকার সাথে টেস্ট সিরিজে ৩ টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। এবার আসন্ন শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলার এই মারকুটে ওপেনার।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তামিম ইকবাল। শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ৫৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে