আওয়ার টাইমস্ নিউজ।
নিউজিল্যান্ডের সাথে ভরাডুবির পর এবার দুই টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকা গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় গিয়ে টাইগাররা তাদের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে গতকালেই।
প্রথম ম্যাচের আগে নিজেদের মধ্যেই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। জানা গেছে টাইগাররা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলবে।
আজ শনিবার ১৭ এপ্রিল) সেখানকার মেরিয়ানস ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলংকার সময় সকাল দশটায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই ম্যাচটি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে শুরুতে ব্যাট করছে লাল দল।
লাল দল: তামিম (ক্যাপ্টেন), সাইফ, শান্ত, মুশফিক, সোহান, মিরাজ, তাইজুল, তাসকিন, রাহি এবং খালেদ।
সবুজ দল: সাদমান, লিটন, মুমিনুল (ক্যাপ্টেন), মিথুন, রাব্বি, শুভাগত হোম, নাঈম, শরিফুল, এবাদত, শহিদুল এবং মুগ্ধ।
পরবর্তীতে আগামী ২১ই এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল।