নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনা মহামারীর কারণে দীর্ঘদিন পর উইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, উইন্ডিজের সিনিয়ার প্লেয়ার বিহীন দুর্বল এই দলটি ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১২৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তাড়া করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দু’দলের সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ : ৩২.২ ওভারে ১২২/১০ (জেসন মোহাম্মেদ ১৭, সুনিল আমব্রিস ৭, জশুয়া ডি সিলভা ৯, আন্দ্রে ম্যাকার্থি ১২, রভম্যান পাওয়েল ২৮, কাইল মায়ার্স ৪০। বোলিং: সাকিব ৭.২-২-৮-৪, মুস্তাফিজ ৪-০-২০-২, রুবেল ৬-০-৩৪-০, হাসান ৪-১-২৮-৩, মেহেদী ৭-১-২৯-১)।
বাংলাদেশ : ৩৩.৫ ওভারে ১২৫/৪ (তামিম ৪৪, লিটন ১৪, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; আকিল ১০-১-২৬-৩, আলজারি ৮-৩-১৭-০, মোহাম্মেদ ৮-০-১৯-১, শেমার ৩-০-২৬-০)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: সাকিব আল হাসান।