Our Times News
৩ ম্যাচ সিরিজের ২ য় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই বিপাকে পড়েন অসিরা। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটিং দানব। ডেবিড ওয়ার্নার, স্টেভেন স্মিথ এবং এলেক্স ক্যারি।
৩৮ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া তখনো বেশ চাপ সামাল দিচ্ছিলেন। ৪র্থ উইকেটে এসে দলের হাল ধরতে চেয়েছিলেন ওপেনার এয়ারন ফিঞ্চ। কিন্তু তিনিও লম্বা করতে পারেন নি তার ইংনিস।
ব্যাক্তিগত ৪০ রান করে ক্রিস জর্ডানের বাউন্সার বল ঠেকাতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ফিঞ্চ।
লো-স্কোরিং সেই ম্যাচে দলকে টেনে তুলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টনিস।
কিন্তু তিনিও হাটলেন একই পথে দলীয় ৮৯ রানের মাথায় আদিল রশিদের আউট সুয়িং ঠেকাতে গিয়ে স্লিপে ডেবিড মালানের হাতে ক্যাচ তুলে ব্যাক্তিগত ৩৫ রান করে তিনিও আউট হন।
২০ ওভার শেষে ১৫৭/৭ রান করে প্রথম ইংনিস সমাপ্ত করেন অসিরা।
১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে একেবারে সাচ্ছন্দের জয় পায়নি ইংলিশরা।
৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। এবং ২-০ তে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।
জস বাটলার একাই খেলেন ৭৭ রানের দানবীয় ইংনিস, ফলে ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে জয় পায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর;
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
;এয়ারন ফিঞ্চঃ ৪০(৪৩)
মার্কাস স্টোয়িনিসঃ ৩৫(২৬)
ম্যাক্সওয়েলঃ ২৬(১৮)
বোলারঃ
ক্রিস জর্ডানঃ ৪০/২
আদিল রশিদঃ ২৫/১
ইংল্যান্ডঃ
জস বাটলার ঃ ৭৭(৫৪)
ডেবিড মালানঃ ৪২(৩২)
বোলারঃ
এস্টন আগারঃ ২৭/২
মিচেল স্টার্কঃ ২৫/১
ফলাফলঃ ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।