আওয়ার টাইমস্ নিউজ।
অনেক সময় অনেক বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের বহু বিতর্কিত তৈরি করেছেন এই অলরাউন্ডার। মাঠের এবং মাঠের বাহিরে নানা সিদ্ধান্তে অনেক সময়ই সংবাদের প্রধান শিরোনাম হয়েছেন তিনি।
অল্প কিছুদিন আগেই বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্যের ঘটনায় সাকিবের আইপিএলে খেলার অনাপত্তি পত্র পুনর্বিবেচনার কথা ভেবেছিল বিসিবি।
আইপিএল খেলতে এরইমধ্যে ভারতেও গেছেন তিনি। এই বিষয়ে সাকিব-আল-হাসান জানিয়েছেন “(অনাপত্তিপত্রের বিষয়টি) চাইলেই এড়ানো যেত। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই হয়েছে। পুরো বিষয়টি ভালোভাবে সমাধান করায় আমি বিসিবির কর্মকর্তা, বিশেষ করে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই।