নিউজিল্যান্ডের কুইন্সটাউনে একদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে তামিম-মুশফিকরা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছু দিন আগেইপ্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার কুইন্সটাউনে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শেষ হয়ে আসছে। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন তামিম-মুশফিকরা।

এক দিনের প্রস্তুতি ম্যাচে দুটি দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। দুই দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। দুই দলে কয়েকজন স্থানীয় ক্রিকেটাররাও খেলছে।

তামিম একাদশ-নাজমুল একাদশের ম্যাচ আজ নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটির শুরু হয়ে গেছে। প্রস্তুতির সুবিধার্থে নিউজিল্যান্ডের পাঁচ জন স্থানীয় ক্রিকেটারও খেলছেন প্রস্তুতি ম্যাচে।

এই প্রস্তুতি ম্যাচটি খেলার পর কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে চলে যাবেন টাইগাররা। সেখানেই আগাম ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে তামিম বাহিনী।

তবে হাঁটুর চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। কুইন্সটাউনে অনুশীলনের প্রথম দিনেই ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন মোসাদ্দেক।

তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের তিন জন ক্রিকেটার।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে