আওয়ার টাইমস্ নিউজ।
নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে এবং টি-২০ সিরিজের দলে ছিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আাগামী ২০ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিলেও টি-২০ সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) টি টোয়েন্টি সিরিজ না খেলার বিষয়টি জানান বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি ব্যক্তিগত কারণে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন না।টি-২০ না খেললেও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে ভালো ফল এনে দিতে চান তিনি।
ওয়ানডে নিয়ে তামিম ইকবাল বলেন, “নিউজিল্যান্ডে আমাদের অতীত রেকর্ড ভালো না। তবে এবার আমরা ভালো কিছু করতে চাই। জয় নিয়ে দেশে ফিরতে চাই। এখানে আমাদের অনুশীলন ভালো হয়েছে।
এসময় পেস বোলিংয় নিয়ে তামিম ইকবাল বলেন,
পেসাররা ভালো ছন্দে আছেন। তাদের কাছে দলের প্রত্যাশা অনেক। তামিম আশা করছেন, পেসরারা এই সফরে নিজেদের সেরাটা দেবেন। তাদের হাত ধরেই সাফল্য পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।