স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম।
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারীর কারণে দীর্ঘ প্রায় আট মাস পর
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে বাংলাদেশে ফিরে এসেছেন, তার সঙ্গে নিয়ে এসেছেন নতুন গোলকিপার কোচ লেস ক্লিভলি।
নেপাল দলকে বিধ্বস্ত করতে মুখিয়ে আছেন এই দুই কোচ। দীর্ঘ সময়ের পর মাঠে ফেরার কঠিন পরীক্ষায় শিষ্যদের ওপর পরিপূর্ণ আস্থা রাখছেন ইংলিশ কোচ জেমি ডে।
দেশের মাটিতে গেল সাফ ফুটবলে নেপাল দলের কাছে ২-০ গোলে হারার প্রতিশোধ নিতে কঠিন অনুশীলনে বাংলাদেশ দলের ফুটবলাররা।
এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ফ্লাইট জটিলতাসহ নানা কারণে বাংলাদেশে আসতে দেরি হলেও নেপাল কে হারাতে ইংল্যান্ড থেকেই পরিকল্পনা সাজিয়েছেন এসেছেন বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে।