পিএসএলের প্লে অফে খেলার জন্য ডাক পেয়েছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

0

রিপোর্টার: আমিনুল ইসলাম।

করোনার প্রকোপের কারনে মাত্র দুই দিন হাতে রেখে স্থগিত হওয়া পিএসএলের শেষ চার অর্থাৎ প্লে অফের খেলাগুলো সম্পন্ন করতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড।

স্থগিত হওয়া পিএসএলের প্লে অফের বাকি ম্যাচগুলো আগামী ১৪ নভেম্বর থেকে হওয়ার কথা রয়েছে। তামিম ইকবাল খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে এবং মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন মুলতান সুলতান্সের হয়ে।

লিগ পর্বের পারফর্মেন্সে পিএসএলের পঞ্চম আসরের শেষ চারে জায়গা করে নিয়েছিলো মুলতান সুলতান্স, করাচি কিংস,লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালিমি।

মাহমুদউল্লাহ রিয়াদের দল মুলতান সুলতান্স লিগ পর্বের শীর্ষে থেকে সবগুলো ম্যাচ শেষ করেছে এবং তামিম ইকবালের লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে!

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে