আওয়ার টাইমস্ নিউজ।
গত বছর বিশ্বব্যাপী করোনা মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমনের কারণে স্থবির হয়ে পড়েছিল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ফলে দেশটিতে গত বছর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হলেও মাঝপথে বন্ধ করে দেওয়া হয় জমজমাট এ ক্রিকেট লিগ। এবার মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টটি আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আর এই টুর্নামেন্ট কে সামনে রেখে নতুন করে প্লেয়ার ড্রাফট করেছে পিএসএল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (২৭ই এপ্রিল) অনুষ্ঠিত হয়েছিল পিএসএল এর প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটে দল পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার।
জানা গিয়েছে, পিএসএল এ প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন কুমার দাস। তাকে কিনে নিয়েছে করাচি কিংস। অন্যদিকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে মুলতান সুলতানস।