আওয়ার টাইমস্ নিউজ।
প্রথম বারের মত এফএ কাপ শিরোপা জিতে ইতিহাস রচনা করলো লেস্টার সিটি। ফাইনালে লেস্টার সিটির একমাত্র গোলদাতা তিয়েলেমান্সের একমাত্র গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর দল লেস্টার সিটির সমর্থক ও খেলোয়াড়রা।
ওয়েম্বলিতে গতকাল শনিবার রাতে উত্তেজনাকর এক ফাইনাল ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের চ্যাম্পিয়ন হলো লেস্টার সিটি। প্রায় ৫২ বছরপর এফএ কাপের শিরোপা জিতলো লেস্টার সিটি।