নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
বঙ্গবন্ধুর টি-টোয়েন্টি কাপে আজ দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী । ওপেনিং নেমে মোটামুটি ভালো শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আনিসুর রহমান । শান্ত শুরুটা ভালো করলেও ইনিংস টা বড় করতে পারেননি । তিনি আউট হন ব্যক্তিগত ১৭ রান করে। অপরপ্রান্তে থাকা আনিসুর রহমান আভাস দিয়েছিলেন বড় একটা ইনিংস করার কিন্তু তিনি ইনিংসের থিতু হয়েও পারলেননা বড় ইনিংস করতে। তিনি আউট হন ব্যক্তিগত ৩৫ রান করে। আজকে রাজশাহী সমর্থকদের চোখ ছিল আশরাফুলের দিকে তিনি করেন ৯ বলে ৫ রান।
এর পর দলকে টেনে নিয়ে যান শেখ মেহেদী ও নুরুল হাসান সোহান । সোহান ৩৯ রান করে আউট হলও ফিফটি পূরণ করে আউট হন শেখ মেহেদী। শেষ পর্যন্ত মিনিস্টার গ্রুপ রাজশাহীর স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬৯ রান।