ফুটবলের নিয়মে প্রথম বারের মতো ধারে প্লেয়ার কিনলো ব্যাঙ্গালোর!

0

আওয়ার টাইমস্ নিউজ।
সারা বিশ্বে চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আক্রান্ত ও শনাক্তের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এই ভয়ঙ্কর মহামারীর মধ্যেই ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় একে একে ভারত ছাড়ছেন আইপিএল খেলা বিদেশি খেলোয়াড়রা। যার ফলে আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজিকে পড়তে হচ্ছে বিদেশি খেলোয়াড় সংকটে। এরই মধ্যে যেই দলগুলোতে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা বেশি সেই দল দলগুলো থেকে খেলোয়াড় কেনা শুরু করেছে আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি।

এরই ধারাবাহিকতায় ধারে প্রথম বিদেশি ক্রিকেটার কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনের বদলি হিসেবে মুম্বাই থেকে নিউজিল্যান্ডের পেসার স্কট কুগ্গেলেইজনকে ধারে নিয়েছে বিরাট কোহলিরা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত এই নিউজিল্যান্ডের পেসারের সঙ্গে চুক্তি করেছে ব্যাঙ্গালোরের।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে