Our Times News
আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকার মধ্যকার প্রথম কোয়ালিফাইয়ের বাঁচা-মরার লড়াইয়ে মুশফিকুর রহিমের ঢাকা বরিশালকে খুব একটা বড়ো টার্গেট দিতে পারেনি।
বেক্সিমকো ঢাকা আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বির অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে সক্ষম হন।
বরিশালের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের লড়াকু অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় বরিশালের ইনিংস। ফলে ৯ রানে হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে বিদায় নিল তামিমের তরুণ দল ফরচুন বরিশাল।
দু’দলের সংক্ষিপ্ত স্কোরঃ
বেক্সিমকো ঢাকাঃ ২০ ওভারে ১৫০/৮ মুশফিক ৪৩, আকবর ২১ , ইয়াসির ৫৪, তাসকিন ৪-০-২১-১, মিরাজ ৪-০-২৩-২, শুভ ৪-০-৩২-১, রাব্বি ৪-০-৪০-২)।
ফরচুন বরিশালঃ ২০ ওভারে ১৪১/৯ (তামিম ২২, সাইফ হাসন ১২,আফিফ ৫৫, তৌহিদ ১২, রবিউল ৪-০-১৫-১, মুক্তার ২-০-১৮-৩, শফিকুল ৪-০-৩৯-৩)
ফলঃ ৯ রানে জয়ী ঢাকা। ম্যান অব দ্যা ম্যাচ ইয়াসির আলী রাব্বি।