আওয়ার টাইমস্ নিউজ।
আর অল্প কিছুদিনের মধ্যেই অর্থাৎ আগামী বৃহস্পতিবার মাঠে গড়াতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ কে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
উইন্ডোজ বোর্ডের ঘোষিত এ স্কোয়াডে প্রথমবারের মতো উইন্ডিজ টেস্ট দলের সুযোগ পেয়েছেন তরুণ উদীয়মান ফাস্ট বোলার জেডেন সিলস।
এছাড়াও সুযোগ পেয়েছেন কাইরন পাওয়েল। চোটের কারণে এই টেস্টের দলে নেই অভিজ্ঞ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ব্রাভোর।
চলুন এবার এক নজরে দেখে নেই সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড:
ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), এনক্রুমা বনার,জেসন হোল্ডার,জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেইস, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শেই হোপ, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস।