আওয়ার টাইমস্ নিউজ।
একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের থেকে অনেক উপরের সারির দল ছিল জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সে সময় জিম্বাবুয়ের সাথে প্রতিবছরেই দুই-তিনটা করে সিরিজ খেলতো বাংলাদেশে দল।
কিন্তু দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে খেললেও গত ৮ বছরে জিম্বাবুয়ের মাটিতে কোন হোম ম্যাচ খেলেনি বাংলাদেশ দল।
কিন্তু এবার ঘটতে যাচ্ছে সেই অপেক্ষার প্রহর। এবার দীর্ঘ ৮ বছর পর আগামী জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এ বিষয়ে জানা গিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিন টি ওয়ানডে ও ৩ টি টিটুয়েন্টি ম্যাচ খেলতে দেশটিতে পাড়ি জমাবে বাংলাদেশ দল।
চলুন এবার এক নজরে দেখে নেই স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি:
টেষ্ট ম্যাচের সূচী:
৭ জুলাই থেকে ১১ জুলাই (একমাত্র টেস্ট-হারারে স্পোর্টস ক্লাব) টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে।
ওয়ানডে ম্যাচের সূচী:
১ম ওয়ানডে ১৬ জুলাই (হারারে)
২য় ওয়ানডে – ১৮ জুলাই (হারারে)
৩য় ওয়ানডে – ২০ জুলাই (হারারে)
ওয়ানডে ম্যাচগুলো বেলা ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে।
টি টোয়েন্টি ম্যাচের সূচী:
১ম টি টোয়েন্টি ২৩শে জুলাই (হারারে)
২য় টি টোয়েন্টি ২৫ জুলাই (হারারে)
৩য় টি টোয়েন্টি – ২৭ জুলাই (হারারে)
সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।