আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু অনেকেই ওয়েস্ট ইন্ডিজের এই দলটিকে দ্বিতীয় সারির দল বলেছেন এমনকি কেউ তৃতীয় সারির দল বলেও মন্তব্য করছে। কিন্তু এর মধ্যেই দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক জেসন মোহাম্মদ বাংলাদেশ দলকে সতর্কত করে বলেছেন,অধিনায়ক হিসেবে তিনি উদারহরণ সৃষ্টি করতে চান এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চান,এটাই তাদের দলের মূল লক্ষ্য।
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যারিবীয় দলের শীর্ষ ১২ জন খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান এই দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন অনেক খেলোয়ার, অধিনায়ক জেসন মোহাম্মদ নিজেই ২০১৮ সালের পর প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
জেসন মুহাম্মদ আরও বলেছেন, গত দুই বছর যাবত আমি দলের বাইরে ছিলাম। দলের নেতা হিসেবে আমার একটা ভুমিকা থাকবে। তবে ব্যক্তিগতভাবে আমি এ চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। ভালো একটা সিরিজ খেলা এবং পূর্ণ শক্তির দলে নিজের অবস্থান পোক্ত করতে এটা আমার জন্য একটা ভালো সুযোগ।