বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর বাতিল: বিসিবি সভাপতি নাজমুল হাসান।

0

Our Times News

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার বিষয়ে যে কঠিন শর্ত দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, তাদের এই কঠিন সর্ত মেনে বাংলাদেশের জন্য টেস্ট সফরে যাওয়া কোন ভাবেই সম্ভব না।

১৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শ্রীলংকা সফর নিয়ে এক বৈঠকের পর বিকেলে পাপন বলেছেন,আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছেও নেই। অন্যান্য দেশের সঙ্গেও মিল নেই। আমাদের প্লেয়াররা তাদের হোটেলের রুম থেকে বের হতে পারবেনা, খাওয়ার জন্য বের হতে পারবে না। ওরা আমাদের নেট বোলার ও দিবে না, আমাদের নিতেও দিচ্ছে না এই অবস্থায় শ্রীলংকা সফর আমাদের জন্য কোনোভাবেই সম্ভব না।’

এদিকে সংবাদ সম্মেলন করার আগে নাজমুল হাসান পাপন দুপুরে মিরপুর শেরেবাংলায় বিসিবি কার্যালয়ে পরিচালক ও নির্বাচকদের নিয়ে শ্রীলঙ্কা সফরের বিষয়ে এক বৈঠক করেন। সেখানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া কঠিন শর্তগুলো নিয়েই মূলত আলোচনা করেন বিসিবির নীতিনির্ধারকরা।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে যে শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে এই করোনা মহামারীর মধ্যে শ্রীলঙ্কায় সফর করতে হলে তাদের দেওয়া কঠিন নিয়মকানুন মেনে চলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে গেল শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিতে সফর সংক্রান্ত বিষয় নিয়ে একটি নীতিমালা পাঠায়। শ্রীলংকার এসএলসির চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা দেশটির গণমাধ্যম সানডে অবজারভারকে নীতিমালা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তারা তাদের স্থানীয় সরকারের সঙ্গে কথা বলে এরইমধ্যে বিসিবিতে সফরে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পাঠিয়েছে। ডি সিলভা আরো বলেন, ‘আমরা এখন বিসিবির উত্তরের অপেক্ষায় আছি। তারা আমাদেরকে জানালেই আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি শুরু করব।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে