বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করলো ফিফা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)। জানা গিয়েছে,গত তিন মাস ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে ফিফা।

এ বিষয়ে ফিফা জানিয়েছে, অর্থ ব্যয়ে স্বচ্ছতার অভাব, অডিট ও আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে প্রথমবারের মতো তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি। এসময় ফিফার আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন,”ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।”

প্রসঙ্গত,প্রতি বছর ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চার কিস্তিতে আর্থিক অনুদান দিয়ে থাকে।প্রতিবছর এই আর্থিক অনুদান নেওয়ার পর অনুদানের বিপরীতে হিসাব দিতে হয় বাফুফেকে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে