আওয়ার টাইমস্ নিউজ।
গত পরশু থেকেই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশে ও স্বাগতিক শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ইতিমধ্যেই নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। শ্রীলংকাও ব্যাটিংয়ে নেমেছে নিজেদের প্রথম ইনিংসে। খেলা চলাকালীন সময়ের মধ্যে এবার এলো বড় একটি দুঃসংবাদ। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টেস্ট সিরিজের একজন গ্রাউন্ডম্যান।
এই বিষয়ে জানা গিয়েছে, ওই গ্রাউন্ড ম্যান ও তার সংস্পর্শে আসা অন্তত আরো নয় জনকে আইসোলেশনে পাঠিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
ওই গ্রাউন্ড ম্যানের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন,লঙ্কান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো। তিনি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ কে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।