বাংলার আগামীর ভবিষ্যৎ মিরাজকে জার্সি উপহার দিয়ে যে মজার কথাটি বললেন কোহলি!

0

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবিশ্বাসক পারফরম্যান্স করে ভারতীয় দলকে একাই সিরিজ হারিয়ে দিয়েছিল মেহেদী মিরাজ।

বাংলার আগামীর ভবিষ্যৎ সেই মেহেদী মিরাজ টেস্টেও জ্বলে উঠেছিল। ভারতের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়ে ভারতীয় দলকে প্রায় হারিয়ে দিয়েছিল।
কিন্তু দুর্ভাগ্য মমিনুল হকের ক্যাচ মিসের ফলে ম্যাচটি আর জিতা হলো না। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেটে মেহেদী মিরাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারতীয়রা। রবিচন্দ্র আশ্বিন ব্যাটিংয়ে নেমেই মিরাজের বলে ক্যাচ তুলে দেয়। সেই ক্যাচ হাতে নিয়েও ছেড়ে দেয় মমিনুল, শেষ পর্যন্ত এই রবিচন্দ্র আশ্বিনের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ হেরে যায় তিন উইকেটে।

দ্বিতীয় টেস্টে মিরপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলার আগামীর ভবিষ্যৎ মিরাজকে জার্সি উপহার দেন বিরাট কোহলি। এই বিষয়ে মিরাজ মিরাজ জানিয়েছেন, আমিই তাঁর কাছে একটি জার্সি চেয়েছিলাম। তাঁর মতো একজন গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজ তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। তিনি মজা করে বলেছেন,“আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস।

পুরস্কার বিতরণীর সময় রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে কী নিয়ে যেন মজা করছিলেন মিরাজ
পুরস্কার বিতরণীর সময় রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে কী নিয়ে যেন মজা করছিলেন মিরাজছবি: শামসুল হক
জার্সিটা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ই চেয়েছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ২-১–এ জিতেছিল বাংলাদেশ। সে সিরিজে মিরাজ ছিলেন ম্যান অব দ্য সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ২ ওয়ানডে ম্যাচে মিরাজই ছিলেন বাংলাদেশের জয়ের নায়ক।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে