Our Times News
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে নতুন করে টি-টোয়েন্টির র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি,
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন ডেভিড মালান,প্রথম ম্যাচে ৬৬ দ্বিতীয় ম্যাচে ৪২ ও ৩য় ম্যাচে ২১ রান করেছেন,
ডেভিড মালানের এই দূর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটসম্যান র্যাংকিংয়ে পাকিস্তানের বাবর আজম কে সরিয়ে ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্হান থেকে শীর্ষস্হান অবস্থান করছেন মালান,বাবর আজমের বর্তমান রেটিং পয়েন্ট ৮৬৯,
অস্ট্রেলিয়ার বিপক্ষে দূর্দান্ত বল করা আদিল রাশিদ ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্হান থেকে ৭ম স্হানে উঠে এসেছেন বোলারদের র্যাংকিংয়ে,অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ৬ উইকেট নিয়েছেন আদিল রাশিদ,৬৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩য় স্হান থেকে ৫ম স্হানে নেমে এসেছেন অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা,র্যাংকিংয়ে ৭ম স্হানে আদিল রাশিদের উঠে আসাতে অবনমন ঘটেছে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও শাদাব খানের,তবে না খেলে ৫ম স্হান থেকে ৪র্থ স্হানে উঠে এসেছেন তাবরাইজ শামসি,বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৮১,৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্হানে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার রাশিদ খান,
অলরাউন্ডার র্যাংকিংয়ে ২য় স্হানে থাকা জিম্বাবুয়ের স্পিনার সেন উইলিয়ামসকে সরিয়ে ২২০ রেটিং পয়েন্ট নিয়ে ৩য় স্হান থেকে ২য় স্হানে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল,অলরাউন্ডার র্যাংকিংয়ে ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্হানে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবী,