নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ।: গতকাল বুধবার রাতে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে সেভিয়ার ঘরের মাঠ রামন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে ডিফেন্ডার জুলোস কুন্দের এবং ৮৫ মিনিটে ইভান রাকিটিচের গোলে লিওনেল মেসির বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সেভিয়া।
বুধবার সেমিফাইনালের প্রথম লেগে রামোন সানচেজ পিচুয়ানে মুখোমুখি হয় দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও সেভিয়া। মেসি, দেম্বেলে,গ্রিজম্যানরা শেষ পর্যন্ত সেভিয়ার জমাট বাধা রক্ষণ অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি,ফলে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সা।