আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের কথাবার্তা চুড়ান্ত হয়,তখন উইন্ডিজ বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল,বাংলাদেশ দলকে ফেরিতে চড়ে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় যেতে হবে।
কিন্তু আশ্চর্যজনক ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথা মোটা কর্তারা উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অথচ আটলান্টিক মহাসাগরের মতো ভয়ংকর একটি সাগরের মাঝখান দিয়ে ফেরিতে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রস্তাবে মেনে নিতে নির্বোধ বিসিবির সামান্য পরিমাণ কলিজাও কাঁপেনি!
যেই কোন মুহুর্তে আটলান্টিক মহাসাগর যে কতটা ভয়ংকর হতে পারে তা নিজ চোঁখে প্রত্যক্ষ করল বাংলাদেশ দলের সব ক্রিকেটারা। ফেরিটি যখন ঠিক সাগরের মাঝখানে ঠিক তখনই হঠাৎ পাগলাটে আটলান্টিক সাগর ভয়ঙ্কর রূপ ধারণ করে অশান্ত হয়ে যায়। উঁচু উঁচু ডেউ দেখে ক্রিকেটাররা আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে অনেকেই অনবরত বোমি করতে থাকে।