নিজস্ব ক্রীড়া প্রতিবেদক: আবুব বকর খাঁন।
আওয়ার টাইমস্ নিউজ: ক্রিকেট খেলা মানেই হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই! ক্রিকেটে যে ক্রিকেটার ভালো খেলবে সেই উপরের দিকে উঠবে। আবার যে খারাপ খেলবে তাকে নামতে হবে নিচে। আর তারয়েই বড় উদাহরণ হচ্ছে বাবর আজম। গত বুধবার আইসিসি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং।
সেখানে দেখা গিয়েছে, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ও ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কে ছাড়িয়ে গেছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার বাবর আজম।
আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে রের্ঙ্কিংয়ে বিরাট কোহলি কে টপকে এক নম্বর জায়গা দখল করেছেন বর্তমান ক্রিকেট বিশ্বের রান মেশিন বাবর আজম।
আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭, অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫।আজকের এই বাবর আজম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন ২০১২ সালে। সে বিশ্বকাপে বাবরকে ছাড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ওই বিশ্বকাপে বাবর আজমের সমান ম্যাচ খেলে বাবরের চেয়ে ৭৮ রান বেশি করে এনামুল হক বিজয় হয়েছিলেন বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক।
ওই বিশ্বকাপে ৬ ম্যাচে ৬০.৮৩ গড়ে বিজয় করেছিলেন ৩৬৫ রান। অপরদিকে রান সংগ্রহের তালিকায় দুইয়ে থাকা বাবরের সংগ্রহ ছিল ২৮৭ রান। তার গড় ছিল ৫৭.৪০।
অথচ কালের বিবর্তনে আজ প্রতিভাবান ক্রিকেটার এনামুল হক বিজয়ের জায়গাই হয়না বাংলাদেশ জাতীয় দলে। আর অন্যদিকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছে বাবর আজম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দায়িত্বহীনতা ও সঠিক পরিচর্যার অভাবে আজ এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার প্রায় হারিয়ে যাওয়ার পথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নীতিনির্ধারকদের অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শিক্ষা গ্রহণ করা উচিত! যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে এনামুল হক বিজয়ের মত প্রতিভাবান ক্রিকেটারদের অকালে হারিয়ে যেতে না হয়।