আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয়দিনও ভালো শুরু করে তারা। প্রথম সেশনের শুরু থেকেই ক্যারিবীয়দের স্কোরবোর্ডে যুক্ত হতে থাকে রান।
তবে সেই হতাশার মাঝেও যেনো কিছুটা স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। শতক পূরণের আগেই ফেরালেন এনক্রুমা বনারকে।টানা দুই ইনিংসে সেঞ্চুরির খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত শতকের স্বাদ নিতে ব্যর্থ বনার।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান জসুয়া ডি সিলভা ৭০ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী পেসার আলজারি জোসেপ করেছেন ৩৪ রান। এর আগে বোনার জসুয়া ডি সিলভার সঙ্গে গড়েছেন ৮৮ রানের জুটি।
মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে মিরাজের ৯৯তম শিকারে পরিণত হন বনার।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে প্রথমদিন দুটি করে উইকেট নেন পেসার আবু জায়েদ ও স্পিনার তাইজুল ইসলাম।