ব্যাটিং বিপর্যয়ের পর জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়।

0

স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম

এ যেন অস্ট্রেলিয়ার এক কাল্পনিক জয়! ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা তা বারবার প্রমান দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড সিরিজের সবকটি ম্যাচে।

ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ সিরিজের ৩য় ওয়ানডেতে ইংল্যান্ডের বিরোদ্ধে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২-১ ব্যাবধানে সিরিজ জয় করলো অজি বাহিনী।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে জনি বেয়ারস্ট্রোর সেঞ্চুরির উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০২ রানের ললক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে এক সাগর সংগ্রাম পাড়ি দিতে হয়েছে অস্ট্রেলিয়ার। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন দিশেহারা অস্ট্রেলিয়া তখনই এসে দলের জন্য হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সাথে সঙ্গ দিয়েছেন সহযোদ্ধা এলেক্স ক্যারি। দুজনেই হাকিয়েছেন শতক।

৭৩ রানে ৫ উইকেট হারিয়েও হাল ছেড়ে দেন নি অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্যাটসম্যান এলেক্স ক্যারি ও গ্লেন ম্যাক্সওয়েল।

৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ললক্ষ্যমাত্রা তাড়া করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি এর দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

#সংক্ষিপ্ত_স্কোর!

ইংল্যান্ড: ৩০২/৭ (৫০.০ ওভার)
জনি বেইরস্টো: ১১১(১২৬)
সাম বিলিংস: ৫৭(৫৮)
ক্রিস ওকস: ৫৩*(৩৯)
অ্যাডাম জাম্পা: ৩/৫১ (১০.০ ওভার)
মিচেল স্টার্ক: ৩/৭৪ (১০.০ ওভার)

অস্ট্রেলিয়া: ৩০৫/৭ (৪৯.৪ ওভার)। গ্লেন ম্যাক্সওয়েল: ১০৮(৯০)
অ্যালেক্স ক্যারি: ১০৬(১১৪)
জো রুট: ২/৪৬ (৮ ওভার)
ক্রিস ওকস: ২/৪৬ (১০ ওভার)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যান অব দ্যা সিরিজ: গ্লেন ম্যাক্সওয়েল।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ এ জয়ী।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে