আওয়ার টাইমস্ নিউজ।
ভারতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে ঘাতক করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে ভারতে করোনা ভাইরাসের একটি ধরন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছিল আইপিএল স্থগিত করার বিষয়টি।
এদিকে চলমান করোনার মহামারির কারণে ভারতের সাথে বাংলাদেশেরও যোগাযোগগ বন্ধ রয়েছে। তাই প্রশ্ন উঠেছে আইপিএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ কিভাবে দেশে ফিরবেন।
দুই একদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে করে তারা দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। গতকাল সাকিব আল হাসানে ও মোস্তাফিজুর রহমানের দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমগুলোকে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী নিজাম উদ্দিন চৌধুরী।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী আরও বলেন,ভারতের সঙ্গে তো এখন সব ধরনের যোগাযোগই বন্ধ বাংলাদেশের! বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিসিসিআইর ব্যবস্থাপনাতেই বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে। সে ক্ষেত্রে সাকিব,মোস্তাফিজ দেশে ফিরতে পারেন বিসিসিআইর ভাড়া করা বিমানে।