আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মরণব্যাধি করোনা ভাইরাস। এ ভাইরাসের কারণে মানুষ প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে বিভিন্ন বাধার। এ বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতে দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের নয়টি ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া অন্য ভেন্যুগুলোর হলো, মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌ। এর মধ্যে আহমেদাবাদ, লক্ষ্মৌ, চেন্নাই ও হায়দ্রাবাদ।