মাথায় বল লেগে গুরুতর আহত সাইফুদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়েছে!

0

আওয়ার টাইমস্ নিউজ।
আজ শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় সাইফুদ্দিনের হেলমেটে এসে একটি বল লাগলে মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথে সাইফুদ্দিনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে বিসিবি কার্যালয়ের সামনে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এর ১০ মিনিট পরই সাইফুদ্দিন কে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে সাইফুদ্দিনের গাড়ির লোকজনদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।

এর আগে ম্যাচের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফউদ্দিন। দুশমন্থ চামিরার শর্ট বল সাইফউদ্দিনের হেলমেটকে আঘাত করলে সাইফুদ্দিন গুরুতর আহত হন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে