আওয়ার টাইমস্ নিউজ।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিকেটারদের নিয়ে আইপিএলে বিভিন্ন খেলোয়াড়ের পারফরম্যান্স দিয়ে বিশ্লেষণ করে থাকেন। এবার তার চোখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান এবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতাচ্ছেন। এখন পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ বল করেছেন ফিজ। সর্বশেষ কলকাতার বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নিয়ে রাজস্থানকে ম্যাচ জিতিয়েছেন।
ভারতী একটি সংবাদ মাধ্যমকে মোস্তাফিজের কথা তুলে ধরে সৌরভ গাঙ্গুলী বলেন, ছেলেটা দারুন বল করে কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন। আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে।কারন প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোচা মেরে চার হচ্ছে,ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গামতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। ঐদিক দিয়ে ছেলেটার উন্নতি করতে হবে। তাই সেই মোতাবেক একজন সেইরকম কোচ থাকতে হবে। ও একজন ভালো লেভেলের বোলার। আশা করি সে ভবিষ্যতে আরো উন্নতি করবে।