স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম।
আইপিএল ২০২০ আসরের ৬ষ্ঠ ম্যাচে রাত ৮.০০ টায় মুখোমুখি হয় বেঙ্গালুরু বনাম পাঞ্জাব।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে হেরে ব্যাট করতে নেমে লুকেশ রাহুল একাই খেলেন ১৩২ রানের দানবীয় ইংনিস। পাশাপাশি আসরের প্রথম সেঞ্চুরির রেকর্ডটাও নিজের করে নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক রাহুল।
৭ ছক্কা আর ১৪ চারের সাহায্যে ১৩২ রান নিয়ে অপরাজিত থাকেন এই দানবীয় ব্যাটসম্যান। রাহুলের পর রান সংগ্রহের তালিকায় রয়েছেন মায়াংক আগারওয়াল তিনি খেলেন ২৬ রানের সংক্ষিপ্ত ইংনিস।
২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান নিয়ে প্রথম ইংনিস সমাপ্ত করেন পাঞ্জাব।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপাকে পড়েন বিরাট কোহলির পাঞ্জাব।
ক্রমানুসারে ১ম,২য় এবং ৩য় ওভারে সাজঘরে ফিরে যান টপ ওর্ডারের ৩ জন।
পেছন থেকে আর কেউই দলের হাল ধরতে পারেন নি। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর (৩০)।
সংক্ষিপ্ত স্কোর;
টসঃ বেঙ্গালুরু (ফিল্ডিং)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ২০৬/৩ (২০.০)
লোকেশ রাহুলঃ ১৩২*(৬৯)
মায়াংক আগারওয়ালঃ ২৬(২০)
নিকোলাস পুরনঃ ১৭(১৮)
শিভাম দুবেঃ ৩-৩৩-০-২
যুজবেন্দ্র চাহালঃ ৪-২৫-০-১
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ১০৯/১০(১৭.০)
ওয়াশিংটন সুন্দরঃ ৩০(২৭)
এভি ডি ভিলিয়ার্সঃ ২৮(১৮)
এয়ারন ফিঞ্চঃ ২০(২১)
রাভি বিশ্নুঃ ৪-৩২-০-৩
মুরুগান আশ্বিনঃ ৩-২১-০-৩
* ফলাফলঃ কিংস ইলেভেন পাঞ্জাব ৯৭ রানে জয়ী।
ম্যাচসেরাঃ লোকেশ রাহুল