Our Times News
স্বাগতিক নিউজিল্যান্ডের বিধ্বংসী বোলিং তোপে মাএ ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান দল রিজওয়ান ও ফাহিমের সপ্তম উইকেট জুটির কল্যাণে যোগ করেন ১০৭ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭০ রানের দায়িত্বশীল ইনিংস। ৮ নম্বরে নেমে পাল্টা আক্রমণে ৯১ রানের ইনিংস খেলেন ফাহিম, এটিই এই অলরাউন্ডারের ক্যারিয়ার সেরা ইনিংস।
ব্যাটিং ধসের আগে দিনের শুরুটা শুরুটা মোটামুটি ভালই ছিল সফরকারী পাকিস্তানের। মোহাম্মদ আব্বাসকে নিয়ে প্রথম ১২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন আবিদ আলি।
কিন্তু এর পর নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন পেসার কাইল জেমিসন। এই পেসারের দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আবিদ।
আব্বাস প্রথম রানের দেখা পান ৩৭ বলে খেলে, এরপর আব্বস ৫৫ বলে ৫ রান করে স্লিপে ধরা পড়েন ট্রেন্ট বোল্টের বলে। রস টেইলর নেন তার ব্যক্তিগত ১৫০তম ক্যাচ।
রিজওয়ান ও ফাহিম পাকিস্তানকে ফলোআন থেকে বাঁচিয়ে দেন সেখান থেকেই। ফাহিমের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর শুরু। বৃষ্টিতে খেলা বারবার বন্ধ হওয়ায় তাদের ছন্দ বিঘ্নিত হয়েছে। তারপরও দুজনে চালিয়ে গিয়েছেন লড়াই।