আওয়ার টাইমস্ নিউজ।
আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল টাইগাররা। আর এবার দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করলো বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করলো টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আর এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল শক্তিশালী ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। এখনো পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে আট ম্যাচ খেলেছে টাইগাররা। এই আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।