শান্তের দেড়শ ও মুমিনুলের সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়ছে শ্রীলঙ্কা!

0

আওয়ার টাইমস্ নিউজ।
গতকাল থেকে শুরু হয়েছিল শ্রীলংকার সাথে বাংলাদেশ দলের ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিন শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করার পর দ্বিতীয় দিনেও মুমিনুল শান্তর ব্যাটে দারুন সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ।

আজ দিনের শুরু থেকে দারুণভাবে প্রতিপক্ষের বোলারদের মোকাবিলা করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। আগের দিনের সেঞ্চুরিয়ান শান্ত আজ ব্যক্তিগত দেড়শো রান ছুঁয়েছেন। একই সাথে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মমিনুল হক।

প্রথম দিন দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে এসে বড় স্কোরের দিকে দলকে নেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩৭৮ রান।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে