নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: মিরপুর টেস্টে গতকালের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে উইন্ডিজ। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা জসুয়া দ্যা সিলভা আউটের পরই ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে।
রাহি-তাইজুলের বোলিংয়ে উইন্ডিজ ব্যাটসম্যানেরা দ্রুত আউট হয়ে যায়। তবে তার আগেই যা করার করে দিয়ে গেছেন বোনার, জসুয়া ও জোসেফ। ৯০ রান করে বোনার, জশুরা ডি সিলভা করে ৯২ রান এবং আলঝেরি জোসেফ ৮২ রান।
জোসেফের আউটের পর ক্রিজে নামেন ওয়ারিক্যান। কিন্তু এবারও জায়েদ রাহির আঘাত। মাত্র ২ বল টেকেন এ টেলএন্ডার। রাহী ও তাইজুল পেয়েছেন ৪টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের চা বিরতির আগে ১৪২.২ ওভার খেলে অলআউট হয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের ব্যাটিং ইনিংসে নেমে পড়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরুতেই সৌম্য সরকার ও নাজমুল আউট হয়ে ফিরে গেলেন ড্রেসিংরুমে।