আওয়ার টাইমস্ নিউজ।
আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ইতিমধ্যেই জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। কিন্তু এই সিরিজে ব্যাট ও বল হাতে মুশফিক, মিরাজরা যেমন সফল ছিলেন ঠিক তেমনি ব্যাট হাতে ব্যর্থ ওপেনার লিটন কুমার দাস।
দুই ম্যাচের প্রথম ম্যাচে আউট হয়েছেন কোন রান না করেই এবং দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন ২৫ রান করে। তাই তৃতীয় ওয়ানডে ম্যাচে ওপেনিং জুটির জন্য বিকল্প যোগ করেছে বিসিবি।
জানা গিয়েছে, শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য লিটন কুমার দাসের পরিরর্তে স্কোয়াড়ে জায়গা পেছেন তরুন উদীয়মান ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমগুলোকে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)