আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সমর্থকেদের ভীষণ আফসোসের বিষয় হলো বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যদি আরো দায়িত্বশীল হয়ে ব্যাটিং করে ভারতকে আরো ১০০ রান বেশি টার্গেট দিতো তাহলে বাংলাদেশ ৯০% ভারতকে হারানোর সম্ভাবনা থাকতো। কারণ বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই ভারতীয় দলের টপ ৪ ব্যাটসম্যান কে স্পিন ঘূর্ণিতে আউট করে মাঠের বাহিরে পাঠিয়েছেন মেহেদি মিরাজ সাকিব।
এমন বোলিং উইকেটে ভারতীয় দলের চার ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সমর্থকদের আফসোস বেড়ে গিয়েছে, সাকিব মিরাজরা যদি আরো ১০০ রান বেশি করতো এই টেস্ট বাংলাদেশ দল সহজে জিতে যেতে পারতো। কারণ এমন বিধ্বংসী বোলিং উইকেটে ২০০ রান ৬ উইকেটে করা ভারতের জন্য সীমাহীন কঠিন হয়ে যেতো। এখনো ভারতীয় দলের প্রয়োজন ১০০ রান, হাতে ৬ উইকেট। যদি এই ম্যাচ বাংলাদেশ দল জিতে যায় অবিশ্বাস্য এক ইতিহাস রচিত হবে।