আওয়ার টাইমস্ নিউজ।
শ্রীলঙ্কাকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।গতকাল বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যায় সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা।
২৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তান। ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। বাংলাদেশের আগের অবস্থান তথা ষষ্ঠ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।তাদের রেটিং পয়েন্ট ২৫১। অষ্টম, নবম ও দশম অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
সআইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ।