Our Times News
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাত ১.০০ টায় মুখোমুখি হচ্ছে এফসি বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রয়েছে উভয় দলেই তারকার ছড়াছড়ি। বেশ কঠিন যুদ্ধক্ষেত্র পাড়ি দিয়ে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
তবে আজকের ফাইনালে ইতিহাস এবং ফর্মের দিকে তাকালে এগিয়ে থাকবেন বায়ার্ন মিউনিখ,কিন্তু নেইমার,কিলিয়ান এমবাপ্পে,এঙ্গেল ডি’মারিয়ার মতো গতিশীল স্কিল সম্পন্ন দলকেই বা পিছিয়ে রাখা যায় কিভাবে। এককথায় পিছিয়ে রাখা কঠিন।
বিশেষ করে সেমিফাইনালে লিপজিগের বিরোদ্ধে যে দাপট দেখিয়ে গেছেন পিএসজি, সেদিক হতে বিবেচনা করলে ফাইনালে পিএসজিকে পিছিয়ে রাখা টা বোকামী হবে।
সবমিলিয়ে দেখার বিষয় আজকে বায়ার্ন মিউনিখের আক্রমন কিভাবে সামাল দেয় নেইমার,ডি মারিয়া,এমবাপ্পে