আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যেকার ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বিষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। আসলে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতেই বাংলাদেশ বেঁচে গিয়েছে। নয়তো ঐ ম্যচটি বাংলাদেশ দল নিশ্চিত ভাবে হেরে যেতো।
সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে ৩৫ রানে হারিয়ে সিরিজ জয়ের কাছাকাছি চলে গেল স্বাগতিক উইন্ডিজ দল।এদিন উইন্ডিজ দল বাংলাদেশ বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল টার্গেট ছূব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে।
জবাবে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়কে হারিয়ে চাপে পড়ে যায়। এরপর থেকেই একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যান সাকিব আল হাসান। কিন্তু দলের অন্য সতীর্থদের ব্যর্থতায় বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি
সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন। বিশ্ববসেরা অলরাউন্ডারের ব্যাট থেকে ৩ টি ছয় ও ৫ টি চারের মারে দলীয় সর্বোচ্চ ৬৮ রান আসে।