সাকিবের পর এবার মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান!

0

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে চোটের কারণে সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ দল। এবার নিতম্বের চোটের কারণে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, চোটের পর সাদমানের অবস্থার উন্নতির পথে থাকলেও পুরোপুরি সেরে সেরে উঠতে আরো সময় লাগবে।

এর আগে আগেই হাতের কবজির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাদমান। সাদমান চোটের বিষয়ে বিসিবি আরও জানিয়েছে, ম্যাচের চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় বাজেভাবে পড়ে গিয়ে আঘাত পান সাদমান ইসলাম। পরে কুঁচকিতেই টান লাগে তার।

গতকাল এই সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত সাকিব আল হাসানের পরিবর্তে কোন স্পিনার একাদশের নেওয়া হয়নি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে