সৌদি আরবের হয়ে আগামীকাল মেসি এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদো!

0

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বিশ্বের সব নামিদামি ফুটবলাররা এখন ক্লাব ফুটবল নিয়েই ব্যস্ত রয়েছেন। একমাত্র ব্যতিক্রমী জীবন যাপন করছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। স্ত্রী সন্তান নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

সম্প্রতি সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপিয়ান নামিদামি ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লিখিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তিনি।

তবে আগামীকাল রোনালদোর সৌদি আরব অধ্যায় খুলতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে একটা প্রদর্শনী ম্যাচ দিয়ে। এবং সেটা অধিনায়ক হিসেবে! তবে ক্লাবের হয়ে খেলবেন না তিনি।

আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সৌদি অল স্টার একাদশ ও ফরাসি ক্লাব পিএসজি। সৌদির অল স্টার একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে